ময়মনসিংহে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
-
Reporter Name - Update Time : ০৯:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- ৯২ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ আন্তর্জাতিক ইয়োগা বা যোগ দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে ২১শে জুন(শনিবার)ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়। ইয়োগা বা যোগ দিবসের উদ্যোগটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে জাতিসংঘে তাঁর ভাষণে গ্রহণ করেছিলেন এবং এ সম্পর্কিত প্রস্তাবটি ব্যাপক বিশ্বব্যাপী সমর্থন পেয়েছিল,১৭৭টি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে এটিকে সহ-স্পন্সর করেছিল,যেখানে এটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছিল। পরবর্তীকালে ২১ জুন ২০১৫ সালে নিউ ইয়র্ক, প্যারিস, বেইজিং, ব্যাংকক, কুয়ালালামপুর, সিউল এবং নয়াদিল্লি সহ বিশ্বজুড়ে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস সফলভাবে পালিত হয়। ইয়োগা হলো যোগব্যায়ামের স্বীকৃতিস্বরূপ একটি দিন যা ২০১৪ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয়। সামজিক স্বাস্থ্য পরিবেশ সংগঠন,লাইফ প্লাস ইয়োগা সেন্টার ,প্রেরণা ও হু ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ময়মনসিংহে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত হয়। যোগব্যায়াম শারীরিক ও মানসিক সুস্থতার জন্য উল্লেখযোগ্য উপকারিতা রয়েছে। জাতিসংঘ কর্তৃক প্রাচীন ভারতে উদ্ভূত এই সুস্থতা অনুশীলনকে বিশ্বব্যাপী প্রচার করা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছিল। ময়মনসিংহ লায়ন্স ক্লাবের সভাপতি ও লাইফ প্লাস ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠাতা ইয়োগা ইন্সট্রাক্টর, প্রেরণার চীপ কো-অর্ডিনেটর এবং হু ফাউন্ডেশনের অন্যতম সদস্য লায়ন জুলফিকার হায়দারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, সামজিক স্বাস্থ্য পরিবেশ সংগঠনের সভাপতি ফরহাদ হাসান খান, লায়ন্স ক্লাব ও লাইফ প্লাস ইয়োগা এর সভাপতি জুলফিকার হায়দার, হু ফাউন্ডেশনের ইন্সট্রাক্টর রানী রায়,লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আকন্দ, নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বপন ধর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল কোরায়েশী, ওমর ফারুক পলাশ,শরিফ উদ্দিন প্রমুখসহ শতশত ইয়োগা সদস্য অংশ গ্রহণ করেন।
















