ফুলবাড়িয়ায় স্বামী ও শ্বাশুড়ির অত্যাচারে গৃহবধূ আহত।
-
Reporter Name
- Update Time : ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
- ১৬৬ Time View

ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ১ নং নাওগাও ইউনিয়নের মল্লিক বাড়ি রুপালী বেগম (২৮) কে যৌতুকের টাকার জন্য তার স্বামী ও শ্বাশুড়ি মেরে মাথা ফাটিয়ে আহত করেছেন। গতকাল সোমবার ১লা আগস্ট সকাল ৯ টায় স্বামী মোঃ শফিকুল ইসলাম (৩৫) ও তার শ্বাশুড়ি রুপালী বেগমকে যৌতুকের টাকা জন্য চাপ দেয়। রুপালী বেগম বলেন তার বাবা অত্যন্ত গরীব টাকা দিতে পারবে না। একথা শুনে তার স্বামী বাঁশের লাঠি দিয়ে রুপালী বেগমের মাথায় বারি দিলে মাথা ফেটে যায়। শ্বাশুড়ি শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি মারে । রুপালী বেগমের ভাই বলেন বিয়ের সময় যৌতুক বাবদ প্রায় দুই লক্ষ টাকা দিয়েছেন স্বামী ও তার বাবা মার হাতে। প্রায় সময় আরও টাকা আনতে বলে। আহত অবস্থায় পাড়াপ্রতিবেশিরা তার বাবার বাড়ি কল করে যে রুপালী বেগমকে মেরে ফেলে রেখেছে। আহত অবস্থায় পাড়াপ্রতিবেশি ও তার ভাই এসে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।