ব্যক্তি অর্থায়নে ভালুকায় সাড়া মানবিক বৃদ্ধ আশ্রম ভবনের উদ্বোধন
-
Reporter Name
- Update Time : ০৪:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- ১১৮ Time View

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে এক কোটি ষাট লাখ টাকা ব্যায়ে নির্মিত সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমের নিজস্ব নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম আজ শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে ভবনটির উদ্বোধন করেন।
এ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ ইনভেস্টম্যান্ট ডেভেলপম্যান্ট অর্থারিটি (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডঃ শাহ্-ই আলম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. রোকন উদ দৌলা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌর সভার মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন ও সাড়া মানবিক বৃদ্ধ আশ্রম চেয়ারম্যান আলহাজ্ব লায়ন এম এ আবদুর রশিদ, জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাড়া বৃদ্ধ আশ্রমের পরিচালক এম, এ মালেক, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু। আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাড়া মানবিক বৃদ্ধ আশ্রম চেয়ারম্যান আলহাজ্ব লায়ন এম এ আবদুর রশিদের ব্যক্তিগত সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমের নিজস্ব ওই ভবনটি নির্মাণ করা হয়। আশ্রমটিতে একশতজন মানষিক ভারসাম্যহীন ব্যক্তির থাকার ব্যবস্থা রয়েছে।