ফুলপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
Reporter Name
- Update Time : ১১:৩৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- ১৩৪ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান:
আজ বুধবার ১২ অক্টোবর – ২০২২ জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এসময় ফুলপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বেলা ১টার দিকে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুরু হয়। পরে দলের নেতাকর্মীরা দলিয় কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র মিঃ শশধর সেন, জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, শ্রমিক লীগের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা সাংবাদিক এ টি এম রবিউল করিম, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ রমিজুল ইসলাম, পৌর শ্রমিক লীগের আহবায়ক আসাদুজ্জামান আকাশ, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম রবি, রূপসী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফুলপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এ টি এম রফিকুল করিম নোমান।
এ সময় বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান হাবিব, আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, সাংবাদিক এ টি এম রবিউল করিম, শ্রমিক নেতা মোঃ রমিজুল ইসলাম, শ্রমিক নেতা আসাদুজ্জামান আকাশ প্রমুখ।