নেত্রকোনার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কে ট্রাক অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-২
-
Reporter Name
- Update Time : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- ১০৮ Time View

নেত্রকোনার শ্যামগঞ্জ প্রতিনিধি-
পূর্বধলা সড়কের মহিষবের নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাক- অটো রিকসার মুখোমখি সংঘর্ষে দুই জন যাত্রী নিহত ও অপর দুইজন যাত্রী আহত হয়। এ সময় অটো রিকসাটি দুমরে মুচরে যায়।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের গোহালাকান্দা ইউনিয়নের মহিষবের নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার মহিষবের গ্রামের জাহের উদ্দিনের ছেলে ধান ব্যবসায়ী সুরুজ আলী (৬৫) ও গোওরাকান্দা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে শাহজাহান মিয়া (৩০)
আহতরা হলেন অটো চালক উপজেলার বয়রাকান্দা গ্রামের মতিউর রহমানের ছেলে জুনায়েদ (২৫) ও অটোর যাত্রী গোওরাকান্দা গ্রামের সুরুজ আলী আকন্দের ছেলে ফজলু মিয়া (২৫) পরে স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় সকাল সাড়ে ৭ টার দিকে একটি অটো রিকসা উপজেলার হামিদপুর এলাকা থেকে ৩ জন যাত্রী নিয়ে শ্যামগঞ্জ বাজারে আসার সময় উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবের নামক স্থানে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সুরুজ আলী নিহত হয়। এ সময় অটো চালকসহ তিনজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত অপর যাত্রী শাহজাহান মিয়া মারা যায়। আহত আরো দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকা জনক বলে জানাযায়।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই নাজমুস সাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দূর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। লাশের সুরত হাল রির্পোট তৈরী করার পর কতৃপক্ষের নির্দেশে ব্যবস্থা করা হবে।