এই প্রথম ময়মনসিংহে পুলিশ সুপারকে যথাযোগ্য মর্যাদায় সম্মানের সাথে বিদায় সংবর্ধনা দিল
-
Reporter Name
- Update Time : ১১:২৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- ১৪৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
শনিবার (২৭ আগষ্ট ২০২২) তারিখ পুলিশ লাইন্স ময়মনসিংহ থেকে বাংলাদেশ পুলিশের ঐতিহ্য মেনে মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়কে সুসজ্জিত গাড়ীতে রশি টেনে বিদায় জানানো হয়।
পুলিশ সুপার মহোদয়কে বিদায়ী গার্ড অব অনার (সালামী) প্রদান করা হয়। এর আগে বিদায়ী পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সে অবস্থিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত স্মৃতিস্তম্ভ চেতনায় অম্লানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ময়মনসিংহ জেলা পুলিশ ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ বিদায়ী অতিথিকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
উল্লেখ্য, বিদায়ী পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা মহোদয় সম্প্রতি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। সরকার তাকে বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ ইউনিট বিশেষ শাখা (এসবি), ঢাকায় পদায়ন করেছে।