ব্যতিক্রমী এপস তৈরি করে চমক সৃষ্টি করলেন ত্রিশালের অনন্ত
-
Reporter Name
- Update Time : ০১:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- ১৭৪ Time View

হাবিব হাসান,নিজস্ব প্রতিবেদক:
কোনো একটি শব্দ অনেকবার কপি করতে চাচ্ছেন?
কিন্তু দেখছেন একই শব্দ কয়েকশ কিংবা কয়েক হাজারবার কপি পেষ্ট করতে প্রচুর সময় নষ্ট হচ্ছে।
এমনই এক অসাধারণ এপস তৈরি করে হৈচৈ ফেলে দিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান অনন্ত আচার্য্য। যার মাধ্যমে মূহুর্তের মধ্যে যতবার কপি করবেন ততো ডিজিট নম্বর লিখবেন ততোবার ই কপি হবে।
বর্তমানে তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে বাংলা বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
শুরুর গল্পটা জানালেন,অনন্ত বললেন,করোনাকালীন যখন অলস সময় পার করছিলাম তখন আমার মাথায় আসে কীভাবে একটি অ্যাপ তৈরি করতে হয়। তার ওপর ভিত্তি করে আমি ছয় মাস শুধু কীভাবে অ্যাপ তৈরি করা যায় তার সোর্স খুঁজেছি। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করি। এরপর একটি অ্যাপ এর কোর্স করা শুরু করলাম এবং এখনো সেখানে আছি। ওখান থেকেই অ্যাপ তৈরির বিস্তারিত জানা এবং শুরু করা।
অ্যাপটির নাম Repeat Text.এরই মধ্যে অ্যাপে যুক্ত হয়েছে নানা ফিচার। এর মধ্যে রয়েছে যতবার শব্দটি কপি হয় ঠিক ততোবার রোবট এর মাধ্যমে ওই শব্দটি সিস্টেমিক ভাবে বলতে থাকবে । এখানে নেই কোনো ডিজিটের সীমাবদ্ধতা। যত ইচ্ছা একই শব্দ ততোবার ই কপি করা যাবে।
এছাড়াও এ এপস থেকে কপি হওয়া শব্দ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন যায়গায় শেয়ার করা যাবে।
অনন্ত বলেন, অ্যাপ তৈরি করতে আমি বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। যার মধ্যে সঠিক গাইডলাইন, অর্থনৈতিক সমস্যা, ডিভাইসের সক্ষমতার অভাব অন্যতম। তবে এসব ছাপিয়ে ধৈর্যের সঙ্গে লেগে আছি। একটা সফলতা এসেছে। এখন যতগুলো ফিচার যুক্ত করেছি সামনে আরও ব্যবহার উপযোগী ফিচার যুক্ত করার চিন্তা রয়েছে। আশা করি এর ব্যবহার সব শ্রেণির মানুষকে উপকৃত করবে।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে অনন্ত বলেন, আমি আরও বিশ্বব্যাপী এবং সমসাময়িক চাহিদার পরিপ্রেক্ষিতে অ্যাপস তৈরি করতে চাই। আশাকরি সামনে আরও ভালো কিছু করতে পারব যা মানুষের কাজে লাগবে।