সুনামগঞ্জ জেলা পুলিশের ফেব্রুয়ারি ২০২৩ খ্রি: মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০৩:২৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- ১৩৬ Time View

মিতালী রানী দাস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
আজ ০৫-০৩-২০২৩ খ্রি. রোজ ববিবার সকাল ১০:০০ ঘটিকায় মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জের সভাপতিত্বে এবং ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক সঞ্চালনায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ফেব্রুয়ারি/২০২৩ খ্রি: মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যার বিষয় শুনেন এবং উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় কর্তৃক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, সর্বোচ্চ পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধারসহ পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
পরবর্তীতে বেলা ১১:৩০ ঘটিকায় পুলিশ অফিসের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্’র সভাপতিত্বে ফেব্রুয়ারি/২০২৩ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ফ্রেব্রুয়ারি/২০২৩ খ্রি. মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার অফিসাররা উপস্থিত ছিলেন।