সিরতা ইউনিয়নের জালাল উদ্দীন মেম্বার এর জানাযা ও দাফন সম্পন্ন
-
Reporter Name
- Update Time : ০৬:৫৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- ১৫৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের ৫নং সিরতা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের নিবাসী জালাল উদ্দীন মেম্বার আর নেই।
জানা গেছে, গতকাল বুধবার (১০ আগস্ট ২০২২) তারিখ রাত ৯.৩০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার (১১ আগস্ট ২০২২) তারিখ সকাল ১১ ঘটিকায় চর দূর্গাপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘ ৯ বছর সিরতা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। তিনি মেম্বার থাকা কালীন সময়ে তখনকার সাবেক চেয়ারম্যান সাইফুদ্দীন আহমেদ বকুল হজ্জে যাওয়ার সময় সিরতা ইউনিয়ন পরিষদের ৪০ দিন ইউপি চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেও ছিলেন।
এর আগ থেকে এখন পর্যন্ত সিরতা ইউনিয়নে তার একটা পরিচিতি ও জনগণের সাথে উঠা বসাই ভালো সু-সম্পর্ক গড়ে উঠে ছিল। তাই একটানা ৯বছর মেম্বারের দায়িত্বে কোন অভিযোগ ছিলনা। এমনকি তার পরিবারের সাথে এলাকার সকলের সুসম্পর্ক ছিল।
জ্ঞানে গুণে কোন অংশে কম ছিলনা তার। সাবেক মেম্বার হলে কি হবে তাও বিভিন্ন জায়গায় তার দ্বারায় দেনদরবার হয়ে সমাধানো হতো তাড়াতাড়ি। আজ আমার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সর্বস্তরের জনগণ। সেই সাথে মহান আল্লাহ তায়ালার নিকট ফরিয়াদ জানান হে আল্লাহ মরহুমের শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। হে আল্লাহ আপনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন-আমীন।
উক্ত নামাজে জানাযার আগ মূহুর্তে জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসা প্রিন্সিপাল মুফতী নূরে আলম সিদ্দিকী এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিরতা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, সিরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুদ্দীন আহমেদ বকুল, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন লিটন, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা ফজলুল হক, মাওলানা মোর্শেদ করীম, মুফতী জিয়াউর রহমান মরহুমের বড় ছেলে পিবিআই পুলিশ কর্মকর্তা রিপন প্রমূখ।
এ ছাড়াও মরহুমের আত্মীয় স্বজন ছাড়াও সিরতা ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি সদস্যগণ, উলামায়ে কেরাম, স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে নামাজে জানাযায় শরীক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।