সাঁথিয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল ট্রাক, হেলপার নিহত
-
Reporter Name
- Update Time : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৩৬ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার সাঁথিয়ায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাক চালক। রোববার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পুন্ডুরিয়া নামকস্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান।
নিহত ট্রাকের হেলপার দ্বীপ (২৮) বগুড়া জেলার মাটির ডালি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, কাশিনাথপুর থেকে ছেড়ে আসা একটি রসুনবোঝাই ট্রাক ঢাকা-পাবনা মহাসড়কের পুন্ডুরিয়া কবর নামক স্থানে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের হেলপারের মৃত্যু হয়। এ দিকে ট্রাক চালককে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দিলে প্রথমে উল্টে যায়। ঘটনাস্থলে হেলপার নিহত হন এবং চালক আহত হয়েছেন।’