শেখ কামাল-এর ৭৩ তম জন্মববার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান
-
Reporter Name
- Update Time : ০১:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
- ৯৯ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ শুক্রবার (০৫ আগস্ট ২০২২) তারিখ সকাল ৮.০০ ঘটিকায় জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ এবং পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), পুলিশ সুপার, ময়মনসিংহ, ময়মনসিংহ, অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ, বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামীলীগ মহানগর, ময়মনসিংহ শাখার সভাপতি মো: এহতেশামুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।