ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
Reporter Name
- Update Time : ০২:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- ১৩৪ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) (অ্যডিশনাল ডিআইজি পদন্নোতিপ্রাপ্ত) এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আসছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৮ জুলাই ২০২২ খ্রিঃ) তারিখ সকাল পর্যন্ত গাঁজা ও ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) গ্রেফতার করেছে।
এরই মাঝে ডিবি পুলিশের এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৮ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কিসমত এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম (৩৫), পিতা মৃত-আঃ খালেক, মাতা-আনোয়ারা বেগম, মোঃ বশির (২৫), পিতা মৃত-মফেজ, মাতা-মোছাঃ বিলকিস, উভয় সাং-নন্দিবাড়ী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করে।
অন্য দিকে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৮ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ ২২.০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন নতুন বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শাকিল আলম (২০), পিতা মোঃ জাহাঙ্গীর আলম, মাতা- মোছাঃ কল্পনা আক্তার, সাং ফুলবাড়ীয়া মধ্যপাড়া, ৮নং ওয়ার্ড, থানা- ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী ও মুক্তাগাছা থানায় পৃথক পৃথক মাদক মামলা দায়ের করা হয়। আজ মঙ্গলবার আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।