মান্দায় নকলমুক্ত পরিবেশে ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০৩:১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- ১১৯ Time View

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় নকলমুক্ত পরিবেশে ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার মান্দা মমিন শাহানা সরকারী কলেজ কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরেজমিন গিয়ে দেখা যায়,মান্দা মমিন শাহানা সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে উত্তরা ডিগ্রী কলেজ,চকউলী ডিগ্রী কলেজ,বলিহার ডিগ্রী কলেজ, দাসপাড়া ডিগ্রী কলেজ এবং পানিয়াল আদর্শ মহাবিদ্যালয়ের সর্বমোট ৩৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের ১৯১ জন তন্মধ্যে ১৬২ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মান্দা মমিন শাহানা সরকারী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, প্রতিবারের ন্যায় এবারের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ, অনার্স ২য় বর্ষসহ অন্যান্য পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অবাধ,সুষ্ঠ এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আমরা বদ্ধ পরিকর।আমাদের কেন্দ্রে নকলের ব্যাপারে কোন ছাড় নেই।