শিরোনামঃ
“মানুষ”
-
Reporter Name
- Update Time : ০৯:৫৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- ১৯ Time View

ডা.মো.রেজাউল করিম অপু
পৃথিবীর সব মানুষ, দোষ-গুণে ভরা,
আমি কি তবে ব্যতিক্রম ধরা?
আমারও আছে ঈর্ষা, আছে অহংকার,
আছে কিছু কাঁটা, আছে ভালোবাসার।
আকাশের নিচে কেউ নিখুঁত নয়,
ভুলে-ভ্রান্তিতে জীবন কেবলই বয়।
কখনো হাসি, কখনো কান্না,
কখনো ঘৃণা, কখনো প্রার্থনা।
আমিও কষ্ট দিই, আবার কাঁদি,
নিজের মতো করে জীবন গাঁথি।
ভুল করে শিখি, শিখে ফের যাই,
ক্ষমা চাই মাঝে মাঝে নিরুপায়।
তাই বলি খোলাখুলি, লুকাই না আমি,
মানুষ হিসেবে, অন্ধকারও জানি।
তবু আলো খুঁজি প্রতিটি ক্ষণে,
ভুলের মাঝে শুদ্ধতা গড়ি মনে।
পৃথিবীর সব মানুষ, দোষ-গুণে ভরা,
এই সত্যটা জেনেই বাঁচতে চাই আরও ধরা।
Tag :
কবিতা
জনপ্রিয়