ময়মনসিংহের ফুলপুরে মুক্ত দিবস অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০১:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- ১১৩ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম খান
আজ ৯ ডিসেম্বর ফুলপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিসেনানীরা মুক্ত করে ফুলপুর। ওই দিনের স্মৃতিকে শানিত ও মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করতে পালিত হয় “ফুলপুর মুক্ত দিবস”।
সকাল দশটার দিকে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়ের নেতৃত্বে রামসোনা – লাউয়ারী বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, ওসি আব্দুল্লাহ আল মামুন, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাহিদ নিগার সুলতানা, ফুলপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এ টি এম রবিউল করিম প্রমুখ।
মুক্ত দিবসের অনুষ্ঠানের পর আরো দুইটি সভা অনুষ্ঠিত হয়। সভা গুলি হচ্ছে – আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন নারীর হাতে একটি করে কেস্ট, সনদপত্র ও চাদর দেওয়া হয়। জয়িতা নারীরা হলেন মৌসুমী আক্তার, জান্নাতুল মাওয়া রীতা, নূরজাহান খানম, হাফিজা খাতুন ও মাহফুজা আক্তার। অনুষ্ঠানগুলি পরিচালনা করেন পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।