ফুলবাড়িয়ায় সতীনের পরিবার কর্তৃক হামলা ও নগদ টাকা লুট
-
Reporter Name
- Update Time : ০৪:১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- ১০৯ Time View

আজহারুল ইসলাম ফাহিম:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সতীনের পরিবার কর্তৃক হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় ফুলবাড়িয়া থানায় গৃহবধূ পারভীন আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,
গত ৬ অক্টোবর উপজেলার আছিম জঙ্গলবাড়ী এলাকার বিবাদী মৃত কাদের শিকারীর পুত্র আঃ রহমান(৪৫),ছাবে শিকদারের পুত্র রমজান (৪০),কাদের শিকারীর পুত্র বিল্লাল(৩৫),ইমান আলীর পুত্র সিরাজ(৩০) এবং ইমান আলীর কন্যা রোকি(৫০) একই এলাকার নয়ন মিয়ার বাড়িতে এসে তার স্ত্রী পারভীন আক্তারকে গালিগালাজ করতে শুরু করে। এসময় পারভীন আক্তার গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী আঃ রহমানের নির্দেশে বিবাদীগন পারভীনের চুলের মুঠি ধরিয়া টানা হেচড়া করিয়া ঘর থেকে বের করে আনে এবং এলোপাথাড়ি কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্হানে নিলাফুলা জখম করে। ঐসময় ৫ নং বিবাদী রোকি বেগম নয়নের ঘরে প্রবেশ করিয়া পাটের রশির ছিকার মধ্যে পাতিলে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। এসময় স্হানীয়রা এগিয়ে এসে বিবাদীদের কবল থেকে পারভীন আক্তারকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঐসময় বিবাদীরা পারভীন আক্তারকে খুন জখমের হুমকি প্রদান করে চলিয়া যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় ফুলবাড়িয়া থানায় পারভীন আক্তার অভিযোগ দায়ের করলে এসআই সাইদুল ইসলামকে তদন্তভার প্রদান ওসি আবুল কালাম আজাদ
এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।
উল্লেখ্য ৫ নং বিবাদী রোকি আক্তারের কন্যা সুন্দরী বেগম নয়ন মিয়ার ১ম স্ত্রী এবং সুন্দরী বেগমের মানষিক সমস্যা দেখা দিলে নয়ন মিয়া পারভীন আক্তারকে ২য় বিবাহ করেন। সুন্দরী বেগম ও নয়ন মিয়ার ঘরে এক ছেলে এবং ২টি কন্যা সন্তান রয়েছে। স্হানীয়রা জানান, নয়নের প্রথম স্ত্রী ( মানষিক রোগী) সুন্দরী বেগমকে নিয়ে সংসার করা এবং পারভীন আক্তারকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে আসছিল বিবাদীরা। নয়ন এতে রাজি না হওয়ায় পারভীনকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতেই এমন ঘটনা ঘটিয়েছে বিবাদীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের ব্যবস্থা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্হানীয় সচেতন মহল।