ফুলবাড়িয়ায় ইত্তেফাতুল উলামার তাফসিরুল কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০২:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- ১২৯ Time View

ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ইত্তেফাতুল উলামার উদ্যোগে ৯ম রমজান ১লা এপ্রিল শনিবার তাফসিরুল কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকল উলামায়ে কেরাম গণ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দুনিয়া ও আখেরাতে কিভাবে শান্তিতে থাকা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় উপস্থিত উলামায়ে কেরাম গণ বলেন যারা কুরআন সুন্নাহের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কাদের সাহেব। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদী সভাপতি মজলিসে আলেমা, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহিবুল্লাহ সভাপতি ময়মনসিংহ জেলা ইত্তেফাতুল উলামা, সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মুফতি মানায়ের আহমাদ তাফসির,ফুলবাড়িয়া উপজেলা ইত্তেফাতুল উলামার উপদেষ্টা মাওলানা আবু হানিফা লোমানী, ফুলবাড়িয়া উপজেলা ইত্তেফাতুল উলামার সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক, অর্থ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম সহ অন্যান্য উলামা কেরাম গণ।