ফুলপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
-
Reporter Name
- Update Time : ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- ১০৫ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, পুষ্প স্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, কুচকাওয়াজ, শারীরিক কসরত, সালাম গ্রহণ, বধ্যভূমিতে পুষ্প স্তবক অর্পণ, খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৭টায় ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, স্কাউট, বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সহযোগী সংগঠন, এক্স সোলজার ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়। তারপর সকাল সাড়ে ৮টায় ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর একই মাঠে সকাল ৯টায় সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। এছাড়া ঠাকুরবাখাই বধ্যভূমি, রামসোনা, নীলগঞ্জ, মধ্যনগর, পয়ারী, বড়ইকান্দি ও ফতেপুর ডোবারপাড় বধ্যভূমিতে পুষ্প স্তবক অর্পণসহ ফাতেহা পাঠ করে মুনাজাত করা হয়েছে। কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠানে নানা রঙের পোশাক ও সাজ সজ্জায় সজ্জিত হয়ে শিশু কিশোরদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত। অত্যন্ত আনন্দমুখর ও প্রাণবন্তকর পরিবেশে এসব কর্মসূচি পালন করা হয়। এসব অনুষ্ঠানের পর ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় মুনাজাত, মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি ও বঙ্গবন্ধু বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জানা যায়, এ উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। আর বিকালে প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ ডিসেম্বর এ উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে এবং সরকারি বেসরকারি সুউচ্চ বিভিন্ন ভবন লাল সবুজের পতাকা দ্বারা সুসজ্জিত করণের পাশাপাশি আলোকসজ্জা করা হয়েছে। সকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মিঃ শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। এসময় একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঞা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সাব-রেজিস্ট্রার তৌফিক সালাহ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, এম এ মান্নান, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।