ধোবাউড়ায় ভূমিহীন গৃহহীন পরিবার কে ৪র্থপর্যায়ে জমিসহ ঘর প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ১২:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- ২২৮ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়ায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (৪র্থ পর্যায়ে)জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
২০ মার্চ সোমবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন জানান,
ধোবাউড়া উপজেলায় সর্বমোট ২৫১টি ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।
ইতিমধ্যে ১২৬টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং আগামী ২২/০৩/২০২৩ বুধবার সকাল ৯ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮৭টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাকি ঘরগুলো আগামী জুন মাসের মধ্যে গৃহহীনদের মাঝে হস্তান্তর করে ধোবাউড়া উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, বাঘবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন প্রমূখ।