জাকের পার্টি নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- ১০৫ Time View

নওগাঁ প্রতিনিধিঃ
জাকের পার্টি নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে দেলোয়ার হোসেন (ডবলু), সাধারণ সম্পাদক পদে আলাল হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন।
সোমবার দুপুরে মহাদেবপুরের রোকেয়া কমিউনিটি সেন্টারে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন, নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত সম্মেলনে জাকের পার্টি নওগাঁ জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন (ডবলু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টির স্থায়ী কমিটির মেম্বার ও ডেপুটি প্রেস সেক্রেটারি চেয়ারম্যান আব্দুল লতিফ খান (যুবরাজ) এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল বিন শফিক(সনি) প্রমূখ।
এসময় রাজশাহী বিভাগের সকল সাংগঠনিক বিভাগের সভাপতিবৃন্দ, জেলা সভাপতিসহ নেতৃবৃন্দ, নওগাঁ জেলার সকল উপজেলা সভাপতিসহ নেতৃবৃন্দ,নওগাঁ জেলার সকল সহযোগী সভাপতিসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।