কেশবপুরে ৮৫৫ জন প্রতিবন্ধীর মাঝে ভাতা বহি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
-
Reporter Name
- Update Time : ১২:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- ২০৩ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে”প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনারই অবদান” তারই ধারাবাহিকতায় ২০২২-২০২৩ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দকৃত অর্থায়নে উপজেলার ৮৫৫ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ মার্চ (সোমবার) দুপুরে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রতিবন্ধীদের ভাতা বহি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রতিবন্ধীদের ভাতা বহি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আনিছুর রহমান, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম হাবিবুর রহমান, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ও তাদের অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, কেশবপুর উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দকৃত অর্থায়নে ৮৫৫ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট খেলার সামগ্রী, ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যারাম বোর্ড, ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ডবল, ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ভলিবল, ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থায় ভলিবল ও নেট এবং ৮টি ক্লাবে দাবা খেলার সামগ্রী বিতরণ করা হয়।