কেশবপুরে পথে পথে ঘুরে ৪’শত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন- ইউএনও আরাফাত হোসেন
-
Reporter Name
- Update Time : ০৫:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- ১১৭ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)
যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে পৌরশহরের বিভিন্ন পথে পথে ঘুরে ভ্যানচালক, প্রতিবন্ধী, দুস্থ-অসহায় ৪’শত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের এমন মহতি উদ্যোগে কেশবপুর পৌরশহরের ত্রিমোহিনী মোড়, টাইগার পয়েন্ট, হাসপাতাল মোড়, পাইলট স্কুল মোড় ও উপজেলা পরিষদ চত্বর এলাকায় ভ্যানচালক, প্রতিবন্ধী, দুস্থ, অসহায় মানুষের হাতে উপজেলা নির্বাহী অফিসার নিজেই ঈদ সামগ্রী তুলে দেন। আগেভাগেই ঈদ উপহার সামগ্রী পেয়ে ৪’শত সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুঁটেছে।
ঈদের আগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা ঈদ উপহার স্বরূপ সেমাই, চিনি, বাদাম, কিচমিচ ও তেল পেয়ে আনন্দিত ও খুশি প্রকাশ করেছেন। তারই পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান, মোঃ সাহিদুল ইসলাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে পৌরশহরের বিভিন্ন এলাকায় ৪’শত গরীব, অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করাই তাদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আমি মনে করছি।