কারমাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন (কাকসু)এখন সময়ের দাবি
-
ইশরাত জাহান ইশা মনি - Update Time : ১০:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- ৬৯ Time View

ইশরাত জাহান ইশা মনি ব্যবস্থাপনা বিভাগ (৩য় বর্ষ)
কারমাইকেল কলেজ রংপুর, বাংলাদেশের উচ্চ শিক্ষার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। শিক্ষাক্ষেত্রে এ কলেজের গুরুত্ব যেমন উচ্চ, তেমনি শিক্ষার্থীদের রাজনৈতিক ও সামাজিক বিকাশেও এটি একটা কেন্দ্রবিন্দু। ছাত্র সংসদ (বা কেন্দ্রীয় ছাত্র সংসদ কাকসু) নির্বাচনের বিষয়টি শুধু একটি নির্বাচন নয় — এটি শিক্ষার্থীদের অধিকার, প্রতিনিধিত্ব ও সকলের ন্যায্য দাবি আদায় এর পথকে সুগম করবে।
দীর্ঘ ৩০ বছরে কলেজ প্রশাসন কখনো কখনো কমিটি গঠন করেছে কিংবা নির্বাচনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কার্যকরভাবে অনুষ্ঠিত হয়নি।
১৯৯০ সালের পর থেকে প্রায় ৩০ বছরের বেশি সময় পার হলেও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই দীর্ঘ সময় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও পক্ষগ্রহণের সুযোগ সংকুচিত হয়েছে। ছাত্র সংসদের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয়ে আসে। কিন্তু নির্বাচনের অভাবে সেই তহবিল কিভাবে ব্যবহৃত হচ্ছে,কোথয় ব্যবহৃত হয়েছে তা সাধারন শিক্ষার্থীদেরক কাছে স্বচ্ছ নয়। ছাত্র সমাজের পরিস্থিতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলো কলেজ প্রশাসনের কাছে পৌঁছতে পারে নি, অনেকসময় প্রতিনিধির অভাবে দাবি ও মতামত গুলো তুলে ধরার সুযোগ হয়ে ওঠেনি। নির্বাচনের সময় সব পক্ষের অংশগ্রহণ ও সহনশীল মনোভাব প্রয়োজন, কিন্তু বিগত বছরগুলোতে দলীয় রাজনীতি ও বাহ্যিক প্রভাব এসব পরিবেশকে বাধাগ্রস্ত করে রেখেছিলো বলে আমি মনে করি। আমাদের (কাকসু) নির্বাচন সফলভাবে সুষ্ঠভাবে করতে গেলে তাই সকল রাজনৈতিক দলের এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঐক্যমতের প্রয়োজন রয়েছে। নেতৃত্ব গড়ে ওঠা ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য ছাত্র সংসদ হলো সেই প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা নেতৃত্ব শিখবে, দাবি ও মতামত পেশ করতে শিখবে। শিক্ষা প্রতিষ্ঠানও একটি বিশুদ্ধ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পারলে শিক্ষক–শিক্ষার্থী, প্রশাসন ও ছাত্র সমাজের মধ্যে বিশ্বাস ও সম্মিলন বাড়বে। অর্থ, নীতি ও সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীর অংশগ্রহণ থাকলে কলেজের সিদ্ধান্তপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।
শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য সামগ্রিক শিক্ষার মান ও শিক্ষার্থীর কল্যাণমূলক কর্মকাণ্ডে ছাত্র সংসদের ভূমিকা অপরিসীম, যদি এটি সক্রিয় হয়, তাহলে শিক্ষার্থীর নানামুখি উন্নয়ন দ্রুত সম্ভব হবে।
প্রশাসনের কাছে আমার বিনিত অনুরোধ প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাড়াতাড়ি নির্বাচন গ্রহণে প্রস্তুতি নিবেন, নির্বাচন কমিশন গঠন করবেন
ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে প্রয়োজনীয় আইন-কানুন সংরক্ষণ করে নির্বাচনের অনুমতি প্রদান করবেন। ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠনের সহায়তায় আলোচনা সভার মাধ্যমে দ্রুততম সময়ে নির্বাচন কার্যক্রম শুরু করবেন।
ছাত্র সংসদ নির্বাচন শুধুমাত্র একটি পার্টির জয়-পরাজয় নয়, এটি শিক্ষার্থীর অধিকার, নেতৃত্ব বিকাশ, এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক সংস্কার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারমাইকেল কলেজে দীর্ঘদিন থেকে এটা বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বীকৃতি, প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ আগেই কমে গেছে। বর্তমান প্রেক্ষাপটে সময় এসেছে সক্রিয় উদ্যোগ গ্রহণের—প্রশাসন ও শিক্ষার্থীদের অভিন্ন প্রত্যয় থাকলে নিশ্চয়ই একটি সুবর্ণ যুগের শুরু হবে, যেখানে কারমাইকেল কলেজ হবে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, শিক্ষার্থীর অধিকার ও নেতৃত্ব বিকাশের জায়গা।















