এপেক্স ক্লাব অব ভালুকার ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
-
Reporter Name
- Update Time : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- ৩৫ Time View

ভালুকা ( ময়মনসিংহ ) প্রতিনিধি:—
ময়মনসিংহের ভালুকায় পহেলা বৈশাখ ১৪৩২ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। শোভাযাত্রা বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে।
বাংলা নববর্ষ উপলক্ষে ভালুকা সরকারী ডিগ্রি কলেজ মাঠে সারা দিন ব্যাপি এপেক্স ক্লাব অব ভালুকা প্রায় ৫শত ব্লাডের সম্পল নিয়ে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় করে থাকে। উপজেলা নিবার্হী অফিসার হাসান আব্দুল্লাহ্ আল মাহামুদ এর উদ্ভোদন করেন। এপেক্স ক্লাব অব ভালুকার এ কার্যক্রম পরিদশর্ন করেন সহকারী কমিশনার ভূমি রোকসানা খাইরুন নেছা ও ইউনিয়ন ভূমি কর্মকতার্গন।
এসময় উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব ভালুকা এর সভাপতি এপে. ডা.মো.রেজাউল করিম অপু, সেক্রেটারী এন্ড ডিএনই এপে. মো. মুশিদুল আলম, ফ্লোর মেম্বার এপে. মোস্তুফা কামার শিব্বির, সার্ভিস ডিরেক্টর এপে. মো.সাদিমুল হক বাবু, টেজারার এপে.শরিফুল ইসলাম শরিফ, সার্জেন্ট এট আমর্স এপে. আব্দুর রউফ রিয়াদ আমান প্রমূখ্য।