সুনামগঞ্জের মধ্য নগরে বন্যায় দূর্গত ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ
-
Reporter Name
- Update Time : ০৪:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- ৯৩ Time View

নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্য নগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে বানবাসী মানুষের পাশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটি। বন্যায় দূর্গত ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটি।
জানা গেছে, আজ শনিবার ২৩ জুলাই ২০২২ তারিখ ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ করে সুনামগঞ্জের মধ্য নগরে যান কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় শতাধিক বন্যায় দূর্গত ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান সাথে ছিলেন। উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটির অর্থায়নে আজ এ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় কেন্দ্রীয় সভাপতি বলেন, আজ বানবাসী মানুষজনের পাশে দাড়াতে পেরে আনন্দিত।
তাদের দুঃখ, বেদনা, ঘটে যাওয়া স্মৃতি গুলো আজ নিজ চোখে দেখলাম। অনুভব করলাম বেচে থাকার সংগ্রাম কাকে বলে। আসুন আমরা ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুসজনের পাশে দাঁড়ায়।