শিরোনামঃ
সত্য সন্ধান
-
Reporter Name
- Update Time : ১১:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- ৬২ Time View

নিঃশব্দ নিশিতে ডাকা পাখি
জাগছে মেলিয়া দু’টি আখি।
প্রিয়ারে পাহারা দিতে জাগে
প্রণয়ের মমতা যে অনুরাগে।
স্বপ্নোর প্রহরে রঙিন কাগজ
লুকিয়ে রাখছে যতো খোঁজ।
অলিন্দে লিখে নামে গোপনে
নিয়ন আলোয় দেখে স্বপনে।
কারণে অকারণেই খুলো দ্বার
পুড়ছে প্রেম বুকেই ছারখার!
যা কিছু বলো মিথ্যে অভিনয়
মনজানে শুধু সে কি যে চায়?
ভাবো যা মনে বন্ধুত্বের বন্ধনে
ওঁৎ পেতে থাকে সেই ক্রন্দনে!
শান্তির নামেতে অশান্তি ভরিয়া
ছুরি আঘাতে যে যাবে সরিয়া।
পথ পানে চেয়ে যে চোখে জল
সে ঝরবে বেয়ে বেয়ে কপোল।
দূর হইতে পেয়ো সান্ত্বনা খুঁজে
কে কভু কবে কাহারে না বুঝে।
বোঝা পড়া যতটুকুন অভিনয়
ছিনিয়ে নিতে মনে প্রাণে শয়।
পেয়ে গেলে থাকেনা সে কদর
ব্যস্ততাতে হারিয়ে যায় আদর।
সত্যের সুন্দরে পৃথিবীটা গড়ো
বাহানায় কভুও হয়না যে বড়।
সত্য যতটা হয়না মুখেই প্রকাশ
কাজের ভেতরে নাই অবকাশ।
Tag :
কবিতা
জনপ্রিয়