ময়মনসিংহে ০৩ মাদক ব্যবসায়ী আটক ; চার হাজার পিস ইয়াবা উদ্ধার
-
Reporter Name
- Update Time : ১২:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- ১২৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে প্রতিদিন নিয়মিত মাদক নির্মূল ও অপরাধ নির্মূলে অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় মাদক অপরাধেযুক্ত ০৩ জন মাদক ব্যবসায়ীকে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদক উদ্ধার সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) নিরুপম নাগ ও এসআই (নি:) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টিম মাদক উদ্ধার অভিযান করাকালে আসামী ১। মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫) ২। সোহেল (২২) ও ৩। মোঃ রিপন মিয়া (৪৩)কে আটক করে।
এ সময় তাদের নিকট হতে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।