ময়মনসিংহে ফুলপুরে বিএনপির দোয়া মাহফিলে পুলিশের বাধার মুখে অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ১২:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- ১৮০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপির আয়োজন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে পুলিশের বাধার মুখে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফুলপুর উপজেলা সদরের আমুকান্দা বাজারের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সৈয়দ এনায়েত উর রহমান, ছিদ্দকুর রহমান ও সাবেক পৌর মেয়র আমিনুল হকসহ বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ প্রমূখ।
জানা গেছে,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে উপজেলা বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পূর্বে রাস্তায় পুলিশের বাধার মুখে পড়ে বিএনপির নেতৃবৃন্দ।