ময়মনসিংহে দুটি পর্বে প্রধানমন্ত্রীর জন্মদিন ও আয়েশা (রাঃ) এর জীবনী নিয়ে শীর্ষক আলোচনা সভা
-
Reporter Name - Update Time : ০১:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- ১৬১ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর ২০২২) তারিখ সকাল থেকেই ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী দুটি পর্বে বিভক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও হযরত আয়েশা (রাঃ) এর জীবনী নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী দুটি পর্বে বিভক্ত করে দুটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রথম পর্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়। দ্বিতীয় পর্বে হযরত আয়েশা (রাঃ) এর জীবনী নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত শীর্ষক আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এর মাধ্যমে প্রথম পর্বের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের লোকজনসহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়েছে।
উক্ত শীর্ষক আলোচনা সভায় দ্বিতীয় পর্বে হযরত আয়েশা (রাঃ) এর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত শীর্ষক আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ এর বিভাগীয় পরিচালক, এ কে এম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমেনশাহী ডি এস কামিল মাদরাসার অধ্যক্ষ ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মোঃ ইদ্রিছ খান।
এ সময় ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জন উপস্থিত ছিলেন। শুরুতে কুরআন তেলাওয়াত ও শেষে মোনাজাত করেন মাওলানা দেলোয়ার হোসাইন মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ ইদ্রিছ খান বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। তিনার জন্মদিনে সুখ-শান্তি দিয়ে ছড়িয়ে পড়ুক সারা দেশে। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন হযরত আয়েশা (রাঃ) এর জীবনী নিয়ে গুরুত্বসহকারে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

















