ময়মনসিংহে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ ও মতবিনিময় সভা
-
Reporter Name
- Update Time : ০৯:৪৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- ১০১ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ সদর উপজেলার গ্রামপুলিশ (দফাদার ও মহল্লাদার) মাঝে ২০২১-২০২২ অর্থ বছরের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৫ আগষ্ট ২০২২) তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ১১ টি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশদের মাঝে ৯২টি বাইসাইকেল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ ও মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ময়মনসিংহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), ময়মনসিংহ, আশরাফ হোসাইন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, সদর, ময়মনসিংহ।
এ ছাড়াও সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।