ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -০৭
-
Reporter Name
- Update Time : ০১:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- ১৬৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৫ জুলাই ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
ওসি শাহ্ কামাল আকন্দ জানান, এসআই (নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বাতিরকল সাকিনস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের ২য় তলার কনফারেন্স রুম হইতে পাবলিক পরীক্ষা আইনের মামলার আসামী সোহান (২৭), পিতা-আফিল উদ্দিন, মাতা-মজিদা খাতুন, সাং-গাজী শিমুল, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে এসআই (নিঃ) কমল সরকার এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আকুয়া এলাকা হইতে পুরাতন চুরি মামলার আসামী মোঃ সুমন (৩০), পিতামৃত-আরব আলী, সাং-১৯/বি নন্দীবাড়ী, নওমহল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও এসআই (নিঃ) কামাল হোসেন, এসআই (নিঃ) মেহেদী হাসান, এএসআই (নিঃ) ছামিউল হক, এএসআই (নিঃ) ইকবাল হোসেন, এএসআই (নিঃ) মনিরুজ্জামান পৃথক পৃথক অভিযান পরিচলনা করিয়া ০১টি সিআর সাজা, ০১টি সিআর, ০১টি জিআর সাজা ও ০২টি জিআর সহ মোট ০৫টি বডি তামিল করেন।
তাঁরা হলোঃ সাদ্দাম হোসেন, পিতা-এমদাদুল হক সরকার, সাং-ভাটিপাড়া (সরকার বাড়ী) থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। গোলাম মোস্তফা, পিতামৃত-নাজিম উদ্দিন, সাং-খাগডহর, এপি/সাং-মাইজবাড়ী বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিন হোসেন, পিতামৃত-তোতা মিয়া, সাং-বলাশপুর পালপাড়া, এপি/সাং-কৃষ্টপুর প্রাইমারী স্কুল সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। মোঃ হারুন মিয়া, পিতা-মোঃ আরজু মিয়া, সাং-কৃষ্টপুর আদর্শ কলোনী থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।