মান্দার সতীহাটে যমুনা ব্যাংকের ৭৫ তম উপশাখার উদ্বোধন
-
Reporter Name - Update Time : ০৪:৩৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- ১৮৪ Time View

নওগাঁ প্রতিনিধিঃ
যুগোপযোগী আধুনিক ও অনলাইন চার্জ ফ্রি ব্যাংকিং সুবিধার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড এর ‘ ৭৫ তম উপশাখা’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ- রাজশাহী মহাসড়ক সংলগ্ন সতীহাট বাসষ্ট্যান্ডে নারায়ণ ম্যানসনের ২য় তলায় এ শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ও যমুনা ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন।
এ উপলক্ষে সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ফরহাদ হোসেন চকদার, সাবেক ইউ’পি চেয়ারম্যান আলহাজ¦ ইয়াছিন আলী (রাজা) এবং প্রভাষক দেওয়ান একরামুল হক বাচ্চু প্রমূখ।
এসময় গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরীসহ যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ শাখাগুলোর শাখা ব্যবস্থাপক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ব্যাবসায়ীসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন ।



















