ময়মনসিংহে রাবিয়া বসরী আদর্শ মহিলা মাদরাসার বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০৭:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- ১৯৪ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ সকাল থেকে সন্ধা পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার ৬নং ঈশ্বরদিয়া ইউনিয়নের হরিপুরে রাবিয়া বসরী আদর্শ মহিলা মাদরাসার উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে নেত্রকোণা জামিয়া শাহিদীয়া ইমদাদিয়া ঝাঞ্জাইল মাদ্রাসার শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাও: মুজিবুর রহমান সাহেব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শম্ভুগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল হাসান সাহেব, ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক মুফতী মাঞ্জুরুল ইসলাম জামালী, হাফেজ মাওঃ এহ্সানুল হক আব্দুল্লাপুরী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি নূরে আলম সিদ্দিকী, জানিয়া নূর হোসেন (দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা) এর শিক্ষা সচিব, মুফতী জহিরুল ইসলাম প্রমুখ।
উক্ত সম্মেলনে রাবিয়া বসরী আদর্শ মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শওকত উসমান এর সঞ্চালনা করেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা শওকত উসমান বলেন দ্বীনি প্রতিষ্ঠানটি পর্দা পুশিদাসহ শিক্ষা ব্যবস্থায় সুনামের সাথে দীর্ঘ দিন যাবৎ মেয়েদেরকে শিক্ষা দিয়ে সফলতা এনে দিয়েছে।
বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে সর্বদিক দিয়ে উন্নতি করেছে উক্ত প্রতিষ্ঠানটি। আজ চরাঞ্চলে সুপ্রতিষ্ঠিত ভাবে দাঁড়িয়ে আছে আমাদের প্রতিষ্ঠান। পরিশেষে দোয়া ও ভোজনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।