ময়মনসিংহে গণপ্রকৌশল দিবস পালিত
-
Reporter Name
- Update Time : ১২:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- ৯৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
“টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে গণপ্রকৌশলী দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (বাংলাদেশ) এর গৌরবোজ্বল ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার (০৮ নভেম্বর ২০২২) তারিখ সকালে নগরীর সার্কিট হাউস র্যাব অফিস সংলগ্ন আবুল মনসুর সড়কে অবস্থিত জেলা আইডিইবি ভবণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইডিইবি’র সভাপতি অজয় কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আইডিইবির প্রধান উপদেষ্টা ও জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ নুরুল আমিন কালাম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন- ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটরের অধ্যক্ষ ইঞ্জিঃ শাখাওয়াত হোসেন, ইঞ্জিঃ হেলাল উদ্দিন, ইঞ্জিঃ জিল্লুর রহমান, ইঞ্জিঃ জহুরুল হক, ইঞ্জিঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইঞ্জিঃ সিদ্দিকুর রহমান চঞ্চলসহ প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইঞ্জিঃ তারেক আজিজ, ইঞ্জিঃ কামাল পাশা, ইঞ্জিঃ মোঃ সফিকুল ইসলাম, ইঞ্জিঃ ইউনুস আলী, ইঞ্জিঃ মোবারক হোসেন অনাদী, ইঞ্জিঃ জহিরুল ইসলাম আউয়াল, ইঞ্জিঃ রতন সরকার, ইঞ্জিঃ ইব্রাহিম আল বাবুসহ ময়মনসিংহ
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা শেষে দিবসটি উপলক্ষ্যে জেলা আইডিইবির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর টাউনহল হয়ে গাঙ্গিনাপাড় প্রেস ক্লাবের সামনে সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।