মধুপুরের আশ্রা বঙ্গবন্ধু ছাত্র সংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ
-
Reporter Name
- Update Time : ১০:০১:২১ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- ১৫৯ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার এলাকায় পাঁকা রাস্তার পাশে বৃক্ষ রোপণ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বুধবার বিকেল ৬ টার সময় মধুপুর হতে ফুলবাড়িয়া য়াওয়ার পাঁকা রাস্তায় আশ্রা বাজারের নিকটবর্তী (পূর্ব পাশে) এ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আশ্রা বাজার বঙ্গবন্ধু ছাত্র সংঘের আয়োজনে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন, কর্মায়ন (জাতীয় এনজিও ) এর নির্বাহী পরিচালক এবং অগ্রযাত্রা টেলিভিশন (এটিভি) বাংলার সিইও আরশেদ আলী রাসু। এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, আশ্রা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মো: নাজমুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং এলাকার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। উল্লেখ্য গত বছর ওই রাঁস্তার অপর পাশে আশ্রা বাজার বঙ্গবন্ধু ছাত্র সংঘের আয়োজনে বৃক্ষ রোপণ করা হয়েছিল।
আশ্রা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম জানান, আমাদের এ বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।