ভালুকায় ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
-
Reporter Name
- Update Time : ১০:২১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- ১৬৬ Time View

আবিদ হাসান, ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় নিজ স্ত্রীকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৭ বছর পলাতক আসামী কামাল হোসেনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা এলাকা থেকে এসআই কাজল হোসেন, এসআই নজরুল ইসলাম, এএসআই পাইলট ভৌমিকের নেতৃত্বে ভালুকা মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে আসামী কামাল হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কামাল হোসেন ভালুকা উপজেলার পুরুড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ভালুকা মডেল থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম জানান, ১৯৯৬ সালে আসামী কামাল হোসেনের বাবা আঃ রাজ্জাক ভরাডোবা বাজারে একটি রাইস মিলে চাকরি করতো। সেই সুবাদে আসামী কামাল হোসেন নিজ বাড়ী হতে তার পিতার নিকট আসা যাওয়ার সময় ভিকটিম সুরাইয়া খাতুনের সাথে পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে উভয় পরিবারের সম্মতি ব্যতীত তারা বিবাহে আবদ্ধ হয়।
পরে পারিবারিক কলহের জেরে ভিকটিম সুরাইয়া খাতুন ১৯৯৬ সালের ১৫ মার্চ নিখোজ হলে নিখোঁজের ৭ দিন ১৯৯৬ সালের ২২ মার্চ ভালুকা উপজেলার পুরুড়া নারাংঙ্গীপাড়া কুদ্দুস মিয়ার বাড়ীর পাশে ল্যাট্রিনের ভিতর বস্তাবন্ধি অবস্থায় থানা পুলিশ লাম উদ্ধার করে।
এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২১ জুলাই বিজ্ঞ আদালত পেনাল কোডের ৩০২ ধারায় আসামী কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড সহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। পেনাল কোডের ২০১ ধারায় আসামী কামাল হোসেনের বিরুদ্ধে দুই বছরের কারাদন্ড এবং ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের জেল প্রদান করেন।
এ মামলায় আসামী তারাফ হোসেন, জামিলা খাতুন, মর্জিনা খাতুনগন মৃত্যু বরন করায় অব্যাহতি প্রদান এবং আসামী আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন, হেলেনা খাতুনদের খালাশ প্রদান করেন।