ভালুকায় সিএনজি সহ চোর চক্রের সদস্য আটক
-
Reporter Name
- Update Time : ০৪:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- ২৪ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সোমবার (১৭ জুন) রাতে চেকপোস্ট বসিয়ে চুরি হওয়া একটি সিএনজি উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় সিএনজি চোর চক্রের সদস্য রাকিব (২৪) কে আটক করা হয়েছে।
জানা যায়, ১৬ জুন রাতে পুলিশ কন্ট্রোল রুমের বেতার বার্তার মাধ্যমে জানতে পারেন, ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকা থেকে একটি সংঘবদ্ধ চক্র একটি সিএনজি চুরি করে ভালুকার দিকে আসছে। সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ।একটি সিএনজিকে থামার জন্য শিগন্যাল দিলে শিগন্যাল অমান্য করে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ পেছনে তাড়া করে ভরাডোবা বাঘের বাজার এলাকায় গাড়িটি আটক করে। এ সময় চক্রের দুই সদস্য পালিয়ে গেলেও নরসিংদী জেলার শিবপুর থানার নূর ইসলামের ছেলে রাকিব (২৪) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয় ভালুকা মডেল থানা।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, পুলিশ কন্ট্রোল রুমের বেতার বার্তার মাধ্যমে জানতে পারি, ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকা থেকে একটি সংঘবদ্ধ চক্র একটি সিএনজি চুরি করে ভালুকার দিকে আসছে। রাকিব নামে একজনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া সিএনজিটি বর্তমানে থানায় রয়েছে। চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।