ভালুকায় বাসচাপায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত
-
Reporter Name
- Update Time : ০৩:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- ১০৫ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসচাপায় সাকিব হাসান পিয়াস (২২) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঠালী ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি ২ এর অফিসের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা পাড়া নাইয়েবের বাজার এলাকার কাজী সুরুজ মিয়ার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাকিব হাসান পিয়াস মোটরসাইকেলযোগে সিডষ্টোর বাজার থেকে বাড়িতে আসছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঠালী ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি ২ এর অফিসের সামনে ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৭১৭৪) চালক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কাা দিলে ঘটনাস্থলেই সাকিব হাসান পিয়াস মারা যান। পিয়াস সম্প্রতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরীর জন্য চেষ্টা করে আসছিলেন বলে পরিবারের লোকজন জানান। হাইওয়ে পুলিশ বাসচালক নেত্রকোনা সদরের সুলেমান বেগের ছেলে রাজন মিয়াকে (৩২) গ্রেফতার ও বাসটি জব্দ করেছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের যাত্রীবাহি বাসের চাপায় এক যুবক মারা গেছেন। চালককে গ্রেফতার ও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।