ভালুকায় নিজের বাবাকে ঘরে অবরুদ্ধ করে রেখেছে তার ছেলেরা
-
Reporter Name
- Update Time : ০৩:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- ১৩৩ Time View

শিপন রানা ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নে ৮নং ওয়ার্ডে মৃত আশরাফ উদ্দিনের ছেলে মাজাহারুল ইসলাম (৪২) নামে এক ব্যাক্তিকে ঘরে বেধে পিটিয়ে অবরুদ্ধ করে রেখেছে তার ছেলেরা।তারা হলেন তারই দুই ছেলে তুষার আহাম্মেদ (১৯)ও তোফায়েল আহমেদ (১৭)। নির্যাতিত ব্যক্তি বর্নিত বিষয়টি এই প্রতিবেদককে জানালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছেলেদের মা প্রায় তিন বছর আগে তাদেরকে রেখে অন্য একজন পুরুষের সাথে পালিয়ে যায়,তারপর তিনি তিন বছর এই ছেলেদের নিয়েই সংসার করেন।নিজে তিন বেলা খাবার রান্না করে তিন ছেলেসহ সে তার জীবিকা চালিয়ে যায়।পাশাপাশি মাজাহারুল এর আপন ভাই আজাহারুল এর সাথে জমি জমা ও বাসা নিয়া অনেক দিন ধরে পারিবারিক দ্বন্ধ লেগে আছে।কিন্তু মাজাহারুলের দুই ছেলে ধীরে ধীরে নেশা করা শুরু করে, যত ধরনের জঘন্য অপরাধ জনিত কাজ আছে সবকিছুতেই জড়িয়ে পরে তারা।অপরাধ জনিত কাজ না করার জন্য তার বাবা ছেলেদের নিষেধ করেন।কিন্তু ছেলেরা নিষেধ না শুনে, তার বাবাকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে, ছেলেদের অত্যাচার সহ্য করতে না পেরে মাজাহারুল কিছুদিন পূর্বে বিয়ে করে।বিয়ে করার পরেই, ওদের সংসারে আরো অশান্তি বেড়ে যায়।ছেলেদের সাথে নিয়ে তার চাচা আজাহারুল বিভিন্ন ভাবে হুমকি দেয় তার ভাই মাজাহারুলকে।গত জানুয়ারি নেশার টাকার জন্য ছেলেরা বাড়ি ঘর ভাংচুর, শুরু করে এক পর্যায়ে তার বাবা ও সৎ মাকে ঘরে আটকিয়ে মারধর করে ও আগুন জালিয়ে দেবার হুমকি দেয়। পরে স্থানীয় প্রশাসন তাদের উদ্ধার করে। এই বিষয় নিয়ে ভালুকা থানা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিলে কোন প্রতিরোধ পায়নি বলে জানা ভুক্তভোগী। তিনি প্রশাসনের উচ্চ পর্যায়ের সহযোগিতা প্রার্থনা করছেন।