ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১৫
-
Reporter Name
- Update Time : ০১:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- ১২৯ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে বাস, পিকআপ ও অটো গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ধলি নামক স্থানে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাট গামী মন্ডল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ফুলপুর থানাধীন ফুলপুর-তারাকান্দা সীমান্তবর্তী ধলি নামক স্থানে আসা মাত্রই ময়মনসিংহগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্থায় ব্যাটারিচালিত একটি অটো গাড়িকেও ধাক্কা দেয়। তখন যাত্রীবাহী বাস, অটো গাড়ি ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে বাস ও অটো গাড়িটি রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে যায় এবং পিকাপের সামনের অংশ সম্পুর্ন ভেঙ্গে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় উদ্ধার কাজ চালিয়ে আহতদের ফুলপুর উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। আহতদের হাসপাতালে আনার পর একজন অজ্ঞাত নামা পুরুষ (৩০) মারা যান। গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফারড করা হয়েছে।