ফুলপুরে স্বপ্নের ঠিকানা সরকারি ঘর পেলেন ১৭৭টি পরিবার
-
Reporter Name
- Update Time : ১২:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- ১৮০ Time View

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি –
মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে স্বপ্নের ঠিকানা পেল ১৭৭ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান উদ্বোধন করেন।
২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলপুর উপজেলা পরিষদের হলরুমে ১৭৭ টি পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
পৌর মেয়র মিঃ শশধন সেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুব রহমান ,উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্রন দাস । এছাড়া উপস্থিত ছিলেন, এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।