ফুলপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত
-
Reporter Name
- Update Time : ০১:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- ১০০ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-মোঃকামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ভাইটকান্দি স্কুল ও কলেজ চত্বরে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, কাঙ্গালি ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এড. মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র শশধর সেন, আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম আকন্দ, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা ও গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র, অধ্যক্ষ আব্দুল বাতেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, আওয়ামী লীগ নেতা নাছিম গণি, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ, মোহাম্মদ আলী স্বপন, এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ভাইটকান্দি স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ।
এছাড়াও উপজেলা প্রশাসন, ফুলপুর মুক্তিযোদ্ধা সংসদ, ফুলপুর পৌরসভা, গ্রামাউসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে।