ফুলপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ১১:১৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- ১৩৯ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-মোঃকামরুল ইসলাম খান
ফুলপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৩ আগস্ট বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শীতেশ চন্দ্র সরকার সভাপতি তো করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন, সিনিয়রসাংবাদিক হুমায়ুন কবির মুকুল, সাংবাদিক মিজানুর রহমান আকন্দ, ফুলপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ক্বারী সুলতান আহমেদ, সাংবাদিক নূর হোসেন খান,
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।