পটিয়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট,র উদ্ভোধন
-
Reporter Name
- Update Time : ০৬:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- ১৩৭ Time View

পটিয়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় শাপলা কুঁড়ির আসর ৩নং ওয়ার্ড কতৃক আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এই টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়নের ১৬ টি দল অংশ নিচ্ছে।
শনিবার (২৮শে জানুয়ারি ) রাতে হযরত আমিরুল আউলিয়া মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় আমিরুল আউলিয়া মাদ্রাসা একাদশকে ০২ গোলে হারিয়ে জয়লাভ করেন আবদুস সালাম ফুটবল একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মুহাম্মদ আইয়ুব বাবুল। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া ব্যাংকার্স এসোসিয়েশন ফোরামের সভাপতি আমির হোসাইন,চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁড়ি আসরের সহসভাপতি কামরুল হাসান বাবু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, পটিয়া পৌরসভা শাপলা কুঁড়ি আসরের সভাপতি নাইম উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, শাহ আলম,ইউসুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের ৩নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম খোকন ও সঞ্চালনা করেন মোঃ রিফাত হোসেন মিজান। খেলা পরিচালনা করেন, মোঃ হারুনুর রশিদ।