নওগাঁর মহাদেবপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০৪:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- ১৩৭ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় উপজেলা শহরের মাছ চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুসাহেব কাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম।
এছাড়াও সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওছার আলী,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব এবং যুবলীগ নেতা নান্নু প্রমুখ।
শেষে একটি শান্তি মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে একইদিন বিকেলে উপজেলার অন্যান্য ১০ টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগেও স্ব স্ব এলাকায় শান্তি সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।
১১/০২/২০২৩