ধোবাউড়ায় বন্য হাতির তাণ্ডবে লন্ড ভন্ড ৪০টি ঘরবাড়ি আতঙ্কে এলাকাবাসী
-
Reporter Name
- Update Time : ০২:১৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- ১২৩ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির তাণ্ডবে প্রায় ৪০টি ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। নষ্ট করে ফেলেছে আমন ক্ষেতের ফসল।
বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত এবং ১৬ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গোবরছনা ও দীঘলবাগ গ্রামে হাতির পাল এ তাণ্ডব চালিয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষজন।
স্থানীয় এলাকাবাসী জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আদিবাসী লোকজন। হাতির পাল তাণ্ডব চালিয়ে টিনের ঘরবাড়ি ভাঙচুর করেছে। এছাড়াও ঘরে থাকা ধান চাল খেয়ে ফেলে এবং আসবাবপত্র ও গাছপালা ভাঙচুর করে।
স্থানীয়রা টর্চ লাইট, আগুন জ্বালিয়ে এবং পটকা ফাটিয়ে হাতির দল তাড়ানোর চেষ্টা চালিয়েছেন। পাহাড়ের নিচু সমতলে অবস্থান করছে হাতির দল। হাতির আক্রমণে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষ।
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডুয়ার্ড নাফাক বলেন, হাতির তাণ্ডবে আমাদের আদিবাসী পরিবারের লোকজন ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ন কবির সরকার বলেন, আমি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে কর্তৃপক্ষকে জানিয়েছি।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন জানান, এ বিষয়ে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও এলাকার বন কর্মকর্তাকে নিয়ে কমিটি আছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা আবেদন করলে সরকারি সহায়তা পাবেন তারা।