ধোবাউড়ায় নবাগত পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
-
Reporter Name
- Update Time : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- ১৩৩ Time View

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর ধোবাউড়া থানা পরিদর্শন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ধোবাউড়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। জেলার সার্বিক আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিক ও সুধীজনদের বক্তব্য শুনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন, নবাগত পুলিশ সুপার।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা প্রধান অতিথির বক্তব্য বলেন, পুলিশসহ অপরাধের সাথে যে কেউ জড়িত থাকুক না কেন আমরা তাদের ছাড় দিব না।
জেলার গুরুত্বপূর্ন স্থানসহ ইউনিয়ন পর্যায়েও সিসিটিভি স্থাপনের ব্যবস্থা করা হবে। পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, জুয়া, ছিনতাই, চুরি-ডাকাতি, ইভটিজিং, বাল্যবিবাহ নির্মূলে সাংবাদিকসহ সুধীসমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল পুলিশ সুপার আবু রায়হান, এএসপি (সার্কেল হালুয়াঘাট) সাগর দিপা বিশ্বাস, ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান, ওসি তদন্ত জালাল উদ্দিন, ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন,সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর আগে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।