দুর্ঘটনায় পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন পঙ্গু গিয়াস উদ্দিন
-
Reporter Name
- Update Time : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- ১৫১ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি
মো:গিয়াস উদ্দিন আকন্দ, আনুমানিক বয়স (৫০)। দিন মুজুরী করে চালাতেন স্বামী-স্ত্রী দু জনের সংসার। সংসারে একমাত্র আয়ের উৎস তিনি। প্রায় ৩ বছর আগে কোদালধর বাজার সংল্গন সড়ক দুর্ঘটনায় একটি পা হারায় সে । সংসারে নেমে আসে দুর্দশা। চিকিৎসায় উপার্জিত টাকা পয়সা সব শেষে মানবেতর জীবনযাপন করছেন তিনি। পাচ্ছেন না কোন সরকারি সুযোগ সুবিধা, নেই কোন প্রতিবন্ধী ভাতার কার্ড।
একটি প্রতিবন্ধী ভাতা কার্ডের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন,দৌড়াঁচ্ছেন জন প্রতিনিধি থেকে উপজেলা প্রশাসন পর্যন্ত। কখন পাবেন একটি প্রতিবন্ধী ভাতার কার্ড, কষ্ট কিছুটা হবে হ্রাস সে আশায় প্রহর গুনছেন তিনি।
ট্রেজারে ও এক পায়ে ভর দিয়ে হাটছেন পঙ্গু গিয়াস উদ্দিন তারাকান্দা বাজারে।দেখা হয় এই প্রতিবেদকের সাথে কৃষি ব্যাংক এলাকায়। জানা গেল পা হারানোর ঘটনা। শারিরীক প্রতিবন্ধী ভাতা কার্ড পেয়েছেন কি? দীর্ঘশ্বাসের আক্ষেপের সুরে গিয়াস উদ্দিন বলেন, প্রায় ৩ বছর আগে দুর্ঘটনায় পা টি হারায়, এখন পযর্ন্ত আমি কোন প্রতিবন্ধী ভাতার কার্ড পাই নাই। আমার কোন সন্তানাদি নাই, স্ত্রী কে নিয়ে অনেক কষ্ট করে চলতাছি। একটি প্রতিবন্ধী কার্ডের ব্যাবস্থা হইলে অনেক উপকার হত বলে তিনি জানান।
নিঃসন্তান পঙ্গু গিয়াস উদ্দিন তারাকান্দা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসিন্দা । তিনি প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করছেন।