তারাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনের লক্ষ্যে উপকরণ সহায়তা প্রদান
-
Reporter Name
- Update Time : ০৩:২৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- ১৪৬ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি –
ময়মনসিংহের তারাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও সামাজসেবা কার্যলায়ের আয়োজনে ১১ আগস্ট বৃহস্পতিবার ৫ জন পুরুষ / মহিলাদের কে ভিক্ষুক পূর্ণবাসনের লক্ষ্যে উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ওয়াই গ্রামের মোসা: জমিলা খাতুন ও কামারগাও এর রহিমা খাতুন কে একটি করে গরু এবং , মাধবপুর গ্রামের মোসা: জোসনা আক্তার ও সখিনা খাতুন কে একটি করে অটো রিক্সা সহায়তা করা হয়। এ ছাড়াও রুকুমনি রবিদাস কে একটি দোকান দিয়ে সহায়তা করা হয়েছে। উপকরণ সহায়তায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, সহকারি কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকি, উপজেলা আ.লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল মন্ডল প্রমূখ।