তারাকান্দায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্টিত
-
Reporter Name
- Update Time : ০৩:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- ১০৫ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা
শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল উপজেলা পর্যায়ে চূড়ান্ত ফাইনাল খেলা ৩ সেপ্টেম্বর শনিবার বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক উপজেলা, আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধুরী, ইউপি চেয়ারম্যান শামছুল আলম রাজু, এ কে এম আজহারুল ইসলাম সরকার,ফু্লপুর উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্নআহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,যুগ্নআহবায়ক বিপ্লব হোসেন চৌধুরী প্রমুখ। খেলার শুরুর পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। খেলায় প্রথম পর্বে (বালিক) বারুইপুকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
তিয়রকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ গোলে পরাজিত করে। দিত্বীয় পর্বের খেলায় (বালক) মাসকান্দা শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে। এ সময় স্থানীয় আ’লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক /শিক্ষিকা ও ক্রীড়ামোদি সহ অন্যান্যর উপস্থিত ছিলেন।